Top Songs By Zannatul Ferdous Sheuli
Credits
PERFORMING ARTISTS
Baul Sukumar
Performer
Zannatul Ferdous Sheuli
Performer
COMPOSITION & LYRICS
Baul Sukumar
Songwriter
Ankur Mahamud
Composer
Shovon Roy
Arranger
Lyrics
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলেছিলে গো, "ভালোবাসি গো"
আজ কেন গো এমন হলো?
বলেছিলে গো, "ভালোবাসি গো"
আজ কেন গো এমন হলো?
(এমন হলো)
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
ভালোবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
ভালোবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
(কেন প্রতিবাদ)
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
(জ্বলে ১২ মাস)
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
Written by: Ankur Mahamud, Baul Sukumar