Lyrics

বাবা আমার খেলার সাথী আমি তার চোখের মণি এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি আমার মনটা ভরে যায় মধুর কথা শুনে সুন্দর সুন্দর কথা বলে হৃদয় ভরে জ্ঞানে বাবা যে আমার রোল মডেল আঁধারের রোশনি এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি জান বাজি রেখে যে বাবায় যুগায়রে আহার মাথার ঘাম পায়ে ফেলে সাজায় গো সংসার প্রাণের বাবায় পড়ায় আমায় কোরআন মধুর বাণী এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি বাবা আমার খেলার সাথী আমি তার চোখের মণি এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি আমার প্রিয় বাবাকে আমি অনেক ভালোবাসি বাবার মুখে থাকে যেন সদায় মধুর হাসি বাবাকে কর দু'জাহানে ধনি হে কাদির গনি এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি বাবা আমার খেলার সাথী আমি তার চোখের মণি এতো ভালোবাসে আমায় ডাকে সোনামনি
Writer(s): Mohammad Abdul Hannan, Moinul Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out