album cover
Shotyi Shotyi Jodi Pori Hoi
6
Bollywood
Shotyi Shotyi Jodi Pori Hoi was released on June 18, 2004 by SVF MUSIC as a part of the album Premi (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJune 18, 2004
LabelSVF MUSIC
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Credits

PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Gautam Susmit
Gautam Susmit
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ও, সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
ছোট ছোট আশা, কত ভালোবাসা
এই তো জীবন
আসে বারে বারে, যায় সুখী করে
আমার এই মন
ও, ছোট ছোট আশা, কত ভালোবাসা
এই তো জীবন
আসে বারে বারে, যায় সুখী করে
আমার এই মন
চাই যদি হারিয়ে যেতে
সেই খুশির ছোঁয়া পেতে
চাই যদি হারিয়ে যেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
কেউ যদি চোখে দিয়ে যায় এঁকে
স্বপ্ন হাজার
যদি কাছে এসে চায় ভালোবেসে
হৃদয় আমার
ও, কেউ যদি চোখে দিয়ে যায় এঁকে
স্বপ্ন হাজার
যদি কাছে এসে চায় ভালোবেসে
হৃদয় আমার
তার ডাকে সাড়া দিতে
লাজে মরি মরমেতে
তার ডাকে সাড়া দিতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই
ডানা মেলে আকাশেতে
ভেসে চলি বাতাসেতে
ডানা মেলে আকাশেতে
দূর অজানায়
সত্যি সত্যি যদি পরী হয়ে উড়ে যাই
এসো প্রাণভরণ দৈনহরণ হে
Written by: Gautam Susmit, Jeet Gannguli
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...