Credits
PERFORMING ARTISTS
Debraj Bhattacharya
Performer
COMPOSITION & LYRICS
Debraj Bhattacharya
Composer
Piyal Bhattacharya
Lyrics
Lyrics
আলতো শীতের রোদ ভোরের আলাপে
পঞ্চমী তিথি কিছু অনুভুতি মাপে
বীণা হাতে বাক দেবী চরাচর সারে
হাতে খড়ি বর্ণমালা ছড়ায় দুয়ারে
রঙিন কাগজ জুড়ে চাঁদ মালা সাজে
বাহারি গল্পেরা গান হয়ে বাজে
হারমোনিয়াম read-এ কেঁপে উঠে গলা
বই খাতা ভাঁজে কত কথা বলা
হারমোনিয়াম read-এ কেঁপে উঠে গলা
বই খাতা ভাঁজে কত কথা বলা
উন্মাদ হাতে হাত
কত কত কত কত আনাগোনা
কিছু কথা বলা হলো, কিছু বলবো না
কিছু বলবো না
উড়ে যাওয়া খোলা চুল, ক্ষণিক ইশারা
হলুদ শাড়ির রঙে প্রেমের পাহারা
সামলানো পাঞ্জাবীর বোতামের পাশে
লুকোনো চিঠির ডাক ঘুরে ফিরে আসে
কত সুরে ভেসে যায় প্রেমের ঠিকানা
কিছু কথা জানা যায়, কিছুটা অজানা
কিছুটা অজানা
কিছুটা অজানা
কিছুটা অজানা
Written by: Debraj Bhattacharya, Piyal Bhattacharya

