Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Akhil Bandhu Ghosh
Performer
COMPOSITION & LYRICS
Akhil Bandhu Ghosh
Composer
Pulak Banerjee
Lyrics
Lyrics
ও দয়াল, বিচার করো
ও দয়াল, বিচার করো
ও দয়াল, বিচার করো
দাও না তারে ফাঁসি
আমায় গুম করেছে
আমায় খুন করেছে
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি
সে আমার মনের মানুষ বলে
মরেছি অনেক জ্বালায় জ্বলে
সে আমার মনের মানুষ বলে
মরেছি অনেক জ্বালায় জ্বলে
এবার দাও গো সমন, সাক্ষী দেবো
হব সর্বনাশী
আমায় গুম করেছে
আমায় খুন করেছে
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি
বেজো না যখন তখন
বলেছিলেম যারে
সেকথা সত্যি ভেবে
মরণজ্বালা আনতে সে কি পারে?
বেজো না যখন তখন
বলেছিলেম যারে
সেকথা সত্যি ভেবে
মরণজ্বালা আনতে সে কি পারে?
আমি যে মুখেই মানা করি
মরমে তারই পায়ে পড়ি
আমি যে মুখেই মানা করি
মরমে তারই পায়ে পড়ি
ও দয়াল
ও দয়াল, দিব্যি করে বলছি তোমায়
তারেই ভালোবাসি
আমায় গুম করেছে
আমায় খুন করেছে
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি
ও দয়াল, বিচার করো
ও দয়াল...
Written by: Akhil Bandhu Ghosh, Pulak Banerjee