Credits

COMPOSITION & LYRICS
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
Songwriter

Lyrics

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
..........
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল
মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
...............
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা ঝরার ঝরাজল
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা ঝরার ঝরাজল
কল, কল-কল, ছল,ছল-ছল
কল,কল-কল, ছল,ছল-ছল
কল, কল-কল, ছল,ছল-ছল
কল,কল-কল, ছল,ছল-ছল
দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শম উচ্ছল
হাসি গান শম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল
মোরা বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
............
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল
Written by: কাজী নজরুল ইসলাম
instagramSharePathic_arrow_out

Loading...