Top Songs By Chandana Mazumder
Credits
PERFORMING ARTISTS
Chandana Mazumder
Performer
Krishnokoli
Performer
Chanchal Chowdhury
Performer
Krishnokoli Islam
Performer
COMPOSITION & LYRICS
Arnob
Composer
Kazi Krishnokoli Islam
Songwriter
Lyrics
নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধরো বন্ধু, আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধরো বন্ধু, আমার কেহ নাই
ধরো বন্ধু, আমার কেহ নাই
তোলো বন্ধু, আমার কেহ নাই
চিকন ধুতিখানি পরিতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পরিতে না জানি
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনের শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ
প্রেমের মুরালি বাজাতে না জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমের মুরালি বাজাতে না জানি
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধরো বন্ধু, আমার কেহ নাই
ধরো বন্ধু, আমার কেহ নাই
তোলো বন্ধু, আমার কেহ নাই
ধরো বন্ধু, আমার কেহ নাই
তোলো বন্ধু, আমার কেহ নাই
Written by: Arnob, Krishnokoli Islam