Top Songs By Sagar Sen
Credits
PERFORMING ARTISTS
Sagar Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lyrics
বাজে বাজে রম্যবীণা বাজে
বাজে বাজে রম্যবীণা বাজে
অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে
কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে
কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে
কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে
প্রেমে প্রেমে বাজে
নাচে নাচে রম্যতালে নাচে
নাচে নাচে রম্যতালে নাচে
তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে
ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে
প্রেমে প্রেমে নাচে
সাজে সাজে রম্যবেশে সাজে
সাজে সাজে রম্যবেশে সাজে
নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে
ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে
ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে
প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে
প্রেমে প্রেমে সাজে
বাজে বাজে রম্যবীণা বাজে
বাজে বাজে রম্যবীণা বাজে
Written by: Rabindranath Tagore