Credits
PERFORMING ARTISTS
Kanika Banerjee
Performer
Soumitra Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Debojyoti Mishra
Composer
Rabindranath Tagore
Songwriter
Lyrics
আমার অঙ্গে অঙ্গে
কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
আনন্দে-বিষাদে মন উদাসী
কে বাজায় বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
পুষ্প বিকাশের সুরে
দেহমন উঠে পূরে
কি মাধুরী সুগন্ধ
বাতাসে যায় ভাসে
কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
সহসা মনে জাগে আশা
মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা
সহসা মনে জাগে আশা
মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা
আজ মম রূপে বেশে
লিপি লিখি কার উদ্দেশ্য
এল মর্মের বন্দিনী বাণী
বন্ধন নাশি
কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
Written by: Rabindranath Tagore