音乐视频

Tor Jonno
观看 {artistName} 的 {trackName} 音乐视频

歌词

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রঙ রাতের মিশকালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রঙ রাতের মিশকালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে তোমায় ঘিরে এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা তোমায় ঘিরে এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে
Writer(s): Sahana Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out