制作
歌词
ধরণীর গগনের মিলনের ছন্দে, ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে, ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে, আনন্দে
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে, আনন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে, ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে
নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে, তরঙ্গে
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া
বিজলি ঝলিয়া ওঠে নবঘন মন্দ্রে, মন্দ্রে
বিজলি ঝলিয়া ওঠে নবঘন মন্দ্রে, মন্দ্রে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে, ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে, গন্ধে
Written by: Rabindranath Tagore

