制作

歌词

যতক্ষণ তুমি আমায়
বসিয়ে রাখ বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
ততক্ষণ গানের পরে গান গেয়ে মোর
প্রহর কাটে বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান লাগবে বুঝি কাজে
তোমার সুরের রঙের রঙিন নাটে
যতক্ষণ তুমি আমায়
বসিয়ে রাখ বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া
তাই দেখে তো শুনি তোমার কেমন
তোমার কেমন যে তান
তোমার কেমন যে তান দেয়া
তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া
আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায় বেঁধেছি গানগুলি
তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে
যতক্ষণ তুমি আমায়
বসিয়ে রাখ বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
ততক্ষণ গানের পরে গান গেয়ে মোর
প্রহর কাটে বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
বসিয়ে রাখ বাহির-বাটে
যতক্ষণ তুমি আমায়
instagramSharePathic_arrow_out

Loading...