制作
歌词
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
বিনা সাজে সাজি
আভরণে আজি আবরণ কেন রবে
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
বিনা সাজে সাজি
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে
আভরণ দিয়া আবরণ কেন তবে
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
বিনা সাজে সাজি
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে
বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে
নিজের ধনে কি নিজে চুরি করে লবে
আভরণে আজি আবরণ কেন তবে
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
বিনা সাজে সাজি
আভরণে আজি আবরণ কেন রবে
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
বিনা সাজে সাজি

