制作
出演艺人
Nemesis
表演者
作曲和作词
Raquibun Nabi Ratul
词曲作者
Dio Haque
词曲作者
Zafir Huq
词曲作者
Zohad Reza Chowdhury
词曲作者
Sultan Rafsan Khan
词曲作者
歌词
তোমার হাসি কেড়ে নেবো, আমার কান্না শোনে না
দুঃখ সব ভুলে যাবো, এটাই তোমার ধারণা
সময় হয়েছে প্রতিবাদের, সময় হয়েছে জনতার
সময় হয়েছে পথে নেমে, চেয়ে নেবো অধিকার
অভিমান, পিছুটান নিয়ে আমি অপেক্ষায়
অসহায় আছি আমি
নতুন দিন দেখবো আমি
নতুন দিন দেখবো আমি
আমায় ধরে রেখেছো, সত্য আজ হারিয়ে
যা চেয়েছো পেয়েছো, বিভ্রান্তের খেলা দেখিয়ে
অজ্ঞতা আর অহংকার
মিলে মিশে একাকার
ফিরে আসে অভিমান
পিছুটান নিয়ে আমি অপেক্ষায়
অসহায় আছি আমি
নতুন দিন দেখবো আমি
নতুন দিন দেখবো আমি
দিনগুলো, আঁধারে কালো
তবুও রাঙিয়ে দিবো
অভিমান, পিছুটান নিয়ে আমি অপেক্ষায়
অসহায় আছি আমি (আর নয় নেই ভয়)
নতুন দিন দেখবো আমি (আর নয় নেই ভয়)
নতুন দিন দেখবো আমি (আর নয় নেই ভয়)
অপেক্ষায়, স্বপ্নময় আছি আমি
নতুন দিন দেখবো আমি
Written by: Dio Haque, Raquibun Nabi Ratul, Sultan Rafsan Khan, Zafir Huq, Zohad Reza Chowdhury

