歌词

কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে হে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
পাব কেমনে তার দেখা
কেমনে করব ভজন
তারে যদি দেখতে না পায় এই দুই নয়ন
পাব কেমনে তার দেখা
কেমনে করব ভজন
তারে যদি দেখতে না পায় এই দুই নয়ন
সে কোন রূপে দেখা মিলবে তার
চিনব কেমন করে
সে কোন রূপে দেখা মিলবে তার
তোমার দর্শন দিয়েছ যারে
বন্দি জাতের কারাগারে
বলো কোন জাতের জাতি হলে পাব তোমারে
তোমার দর্শন দিয়েছ যারে
বন্দি জাতের কারাগারে
বলো কোন জাতের জাতি হলে পাব তোমারে
আমি অবুঝ, দয়াময়, দয়া করো আমায়
আমি অবুঝ, দয়াময়
কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
কেউ বলে ভগবান
কেউ বলে আল্লাহ তারে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
থাকে সে অন্তরের ভিতরে, হে
থাকে সে অন্তরের ভিতরে, হে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে, হে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে, হে
আমি ডাকি সব নামে তারে
লুকিয়ে থাকে সে অন্তরের ভিতরে
Written by: Fakir Lalon Shai
instagramSharePathic_arrow_out

Loading...