音乐视频

音乐视频

歌词

Ayao
Yall know the sound
তোর ভাইয়ে back like he never left.
Raa jee, drop that shit
VERSE: 1
নাই কোনো আফসোস Music দিসে আমায় সব
দিসে টাকা, দিসে fame, দিসে সম্মান,হইসি top
list এ নাই কোনো শত্রু, hate করাই এদের job
Hit track ছাড়াই relevant, দেখসে আমার রব
শুধু ট্যালেন্ট না আইসি এনে নিজের শ্রম দিয়া
পেট খালি থাকলে কেউ তো আহে না Meal নিয়া
যারা চোখ দিয়া হুনোস আর দেখোস কান দিয়া
জ্ঞান চোদাবি ঠিক্কাসে but আগে bill দিয়া
হ ভাই বেইচ্চা দিসি brand এর কাছে বাংলা rap
পুরা সিনরে জানাইসি গানে আছে cash
এরা কামায় ঠিকই 9 to 5 এ, মারে প্যাচ
কয়েক বছর পরে music career এ লাগে gap
কারণ Main focus থেকে থাকে ওগো distance বেশী
Scene এ prime lens কম, চলে kit lens বেশী
সামনে পরলে নমস্কার, পিঠ পিছে মারে লাথি
আর Remix এ hit না হইলে জলে না তোর বাত্তি
Hook:-
তুই Guest in the game, দিমু হ্যাংগার এ ঝুলায়া
"Best in the game" দিমু এক bar এ বুঝায়া
এক বছর গ্যাপ দিমু Banger এ পোষায়া
বাইচা থাকলে একদিন পুরা সিন দিমু ঘুরায়া
 
তুই Guest in the game, দিমু হ্যাংগার এ ঝুলায়া
"Best in the game" দিমু এক bar এ বুঝায়া
এক বছর গ্যাপ দিমু Banger এ পোষায়া
বাইচা থাকলে একদিন পুরা সিন দিমু ঘুরায়া
VERSE: 2
মারসি কতো সাপ না ভাইঙ্গা লাঠি
এমন Catalogue কার? Solid, Real, Gold খাটি
উড়ি যতো আসমানে, পায়ে লাইগা থাকে মাটি
দালাল ফ-লাল গুনিনা, ছাতক Fraze এর ঘাটি বেটা
বিশ্বাস খোদার, লেইখা রাখসে আমার হক
Rap blend করসে কয়জনে, Trap, Emo, Rock?
See, On that note, I have something to say
একদিন আমগো Bars হুনার লেইগা করতে হইবো pay
Cole থেইকা Jay-Z থেইকা A
Class এ শিখসি Alphabet, Rap রাস্তার তে
করি নাই সস্তা তে show, Real Cost টা দে Bro
Raa je, Master দে, খাই এগো নাস্তা তে ল
আমি না খাইয়াই তারচিরা, জইলা মরে বান্দিরা
বিভাগীয় র‍্যাপার এডি অউকাদ নাইগা বাল চিড়ার
GOAT নামে Grouping এডির জেলা ভর্তি পাল ভেড়ার
পাডায় দিমু বাড়ি যখন লইবি না আর নাম ফেরার
Hook:-
তুই Guest in the game, দিমু হ্যাংগার এ ঝুলায়া
"Best in the game" দিমু এক bar এ বুঝায়া
এক বছর গ্যাপ দিমু Banger এ পোষায়া
বাইচা থাকলে একদিন পুরা সিন দিমু ঘুরায়া
তুই Guest in the game, দিমু হ্যাংগার এ ঝুলায়া
"Best in the game" দিমু এক bar এ বুঝায়া
এক বছর গ্যাপ দিমু Banger এ পোষায়া
বাইচা থাকলে একদিন পুরা সিন দিমু ঘুরায়া
Outro:
Ayao
Listen Mafakazzz
তোর ভাইয়ে back
3080 Northside
এইডা Fraze এর ঘাটি
এইডা Fraze এর ঘাটি
এইডা Fraze এর ঘাটি
এইডা Fraze এর ঘাটি বেট্টা।
Written by: Sakib Mohammed Nasir Khan
instagramSharePathic_arrow_out

Loading...