音樂影片

音樂影片

積分

演出藝人
Anusheh Anadil
Anusheh Anadil
主唱
詞曲
Bangla Band
Bangla Band
作曲
Shongroho
Shongroho
詞曲創作

歌詞

কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষতে মধু আছে গো
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষতে মধু আছে গো
ও কালো ভ্রমর জানে মধুর মর্ম, সই গো
ভ্রমর জানে মধুর মর্ম, সই গো
গুবরা পোকা জানে না, সই গো
গুবরা পোকা জানে না
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে
সই, আমি ডুব দিলাম না
প্রেম কইরাছেন ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবি গো
প্রেম কইরাছেন ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবি গো
ও তারা এক মরণে দুইজন মরে, সই গো
এক মরণে দুইজন মরে, সই গো
এমন মরে কয়জনা, সই গো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে
সই, আমি ডুব দিলাম না
চণ্ডীদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমণি গো
চণ্ডীদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমণি গো
ও তারা এক মরনে দুইজন মরে, সই গো
এক মরনে দুইজন মরে, সই গো
এমন মরে কয়জনা, সই গো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে
সই, আমি ডুব দিলাম না
ও জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
হায় রে, মরণ ভয়ে ডুবি না
আমি মরণ ভয়ে ডুবি না
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে
সই, আমি ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে
সই, আমি ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না
Written by: Bangla Band, Shongroho
instagramSharePathic_arrow_out

Loading...