音樂影片

音樂影片

積分

演出藝人
Debabrata Biswas
Debabrata Biswas
演出者
詞曲
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
作曲

歌詞

আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি
আমি চঞ্চল হে
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসি
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসি
ওগো সুদূর, বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি
আমি চঞ্চল হে
আমি উন্মনা হে
হে সুদূর, আমি উদাসী
রৌদ্র-মাখানো অলস বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি
হে সুদূর, আমি উদাসী
আমি উন্মনা হে
হে সুদূর, আমি উদাসী
রৌদ্র-মাখানো অলস বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি
হে সুদূর, আমি উদাসী
ওগো সুদূর, বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...