積分

演出藝人
Dr. Chitralekha Chowdhury
Dr. Chitralekha Chowdhury
演出者
詞曲
Rabindranath Tagore
Rabindranath Tagore
詞曲創作

歌詞

জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই
থেকো না থেকো না, ওরে ভাই
মগন মিথ্যা কাজে
জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই
অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি
অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি
মার আহ্বানবাণী, রটাও ভুবনমাঝে
জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা
নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা
নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা
পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে
জননীর দ্বারে আজি ওই
শুন গো শঙ্খ বাজে
জননীর দ্বারে আজি ওই
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...