歌詞
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
সঘনবর্ষণ শব্দমুখরিত
বজ্রসচকিত ত্রস্ত শর্বরী
সঘনবর্ষণ শব্দমুখরিত
বজ্রসচকিত ত্রস্ত শর্বরী
মালতীবল্লরী কাঁপায় পল্লব
মালতীবল্লরী কাঁপায় পল্লব
করুণ কল্লোলে
কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
Written by: Rabindranath Tagore


