album cover
Ex
152
Hip-Hop/Rap
Ex 由 SID Z 於 2022年12月30日發行,收錄於專輯《 》中S.O.S
album cover
專輯S.O.S
發行日期2022年12月30日
標籤SID Z
旋律
原聲音質
Valence
節奏感
輕快
BPM90

積分

演出藝人
SID Z
SID Z
演出者
詞曲
SID Z
SID Z
作曲家
製作與工程團隊
IOF
IOF
製作人
GoodJohn
GoodJohn
製作人

歌詞

কতো চিন্তাও আসে যায়
কতো ভাবনাও ঠায় পায়
মন তবু আনমনা নেই
মন তবু আনমনা নেই
কতো কষ্ট ও আসে যায়
চোট কতো বুকে ঠায় পায়
জীবন আমি ছাড়বোনা এই
জীবন আমি ছাড়বোনা এই
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
আজ পেরেছি ও তোকে ভুলে থাকতে
কত কথা মনে জমা করে রাখতে
কাঁদবনা চল
আর আমি কাঁদবনা চল
শিখে গেছি আমি একা একা চলতে
চাপা কথা শুধু নিজে মনে বলতে
রাখবো না বল আর
মনে রাখবো না চল
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
Written by: SID Z
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...