歌詞
আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও ও ও
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না
ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না
ওরে, এই না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে
আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না
Written by: Imtiaz Bulbul


