Kredity

PERFORMING ARTISTS
Arijit Singh
Arijit Singh
Performer
COMPOSITION & LYRICS
Indraadip Dasgupta
Indraadip Dasgupta
Composer
Prosen
Prosen
Songwriter

Texty

কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যথা হয়নি যে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
আকাশ যখন গাইবে বলে
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান
অভিমান
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর
বহুদূর
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনামগুলো ভীষণই ছোঁয়াচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছগুলো কত কি যে বলে
তোমার এমনি আসা, এমনি যাওয়া
এমনি হাজার ছল, সাজিয়েছ যেন
তোমার এমনি খেলা খেয়ালখুশি
করছে কোলাহল, থামেনি এখনও
চুপিচুপি দেয়াল জুড়ে আঁকছি কত
মন কেমনের খাতা
চুপিচুপি জানতে পেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা
কিছুকিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যথা হয়নি যে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান
অভিমান
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর
বহুদূর
Written by: Indraadip Dasgupta, Prasenjit Mukherjee, Prosen
instagramSharePathic_arrow_out

Loading...