Kredity

PERFORMING ARTISTS
Habib
Habib
Performer
Habib Wahid
Habib Wahid
Performer
COMPOSITION & LYRICS
Habib Wahid
Habib Wahid
Composer
Anurup Aich
Anurup Aich
Songwriter
S A Haque Olik
S A Haque Olik
Songwriter

Texty

জোছনা কথা বলো না
অভিমানে গেল সে চলে, দেখা হল না
এ মনে লুকানো
ভালোবাসা কত যে ছিল, বলা হল না
হৃদয়ে আঁকা, যতনে রাখা
স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না"
তুমি ছিলে চাঁদ ছিল, বড় ভালো
চলে গেলে, রাত হল এলোমেলো
একা জেগে থাকি ও, ঘুম তো আসে না
হৃদয়ে আঁকা, যতনে রাখা
স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না"
তুমি এলে, দিনগুলো, ফিরে পেলো
কিছু কথা, কিছু হাসি, পাশাপাশি
মন বসে ভাবে ও, তুমি আমার-ই হবে
হৃদয়ে আঁকা, যতনে রাখা
স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না"
জোছনা কথা বলো না
অভিমানে গেল সে চলে, দেখা হল না
এ মনে লুকানো
ভালোবাসা কত যে ছিল, বলা হল না
হৃদয়ে আঁকা, যতনে রাখা
স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না"
Written by: Anurup Aych, Habib Wahid, S A Haque Olik, Sa Haque Alique
instagramSharePathic_arrow_out

Loading...