Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Hridoy Khan
Performer
Rintu
Performer
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Composer
Omi
Songwriter
SANGEETA
Arranger
PRODUCTION & ENGINEERING
SANGEETA
Producer
Texty
বলে দাও আমায়
না বলা কথা শুধু একবার
বোঝোনা কেনো, ওগো প্রিয়তম!
আমি শুধু তোমার
শুধু!
শোনে যাও তোমার অজানা কথা
শুধু একবার
এভাবে কেন আড়ালে রাখ
ভালবাসা তোমার?
কেন?
হয়না কিছু বলা
নীরবে এ ভালবাসা আর চাওয়া
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
আআআ...
শূন্য বুকে তোমারই শান্তনা
তোমারই যত সব কল্পনা
এই যে শুধু আমারই প্রার্থনা
তোমাকে মেনেছি দেবতা
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
শোনে যাও তোমার অজানা কথা
শুধু একবার
এভাবে কেন আড়ালে রাখ
ভালবাসা তোমার?
কেন?
হয়না কিছু বলা
নীরবে এ ভালবাসা, আর চাওয়া
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
আআআ...
Written by: Hridoy Khan, Omi