Hudební video

Jay Din Jay Ekaki | যায় দিন যায় একাকী | HD | Riaz & Purnima | S. I. Tutul | Hridoyer Kotha | Anupam
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
S I Tutul
S I Tutul
Performer
COMPOSITION & LYRICS
S I Tutul
S I Tutul
Composer
Kabir Bakul
Kabir Bakul
Songwriter

Texty

যায় দিন, যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি যায় দিন, যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসা এ অন্তরে অভিমানে কেঁদে মরে ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন-যায় দিন একাকী INSTRUMENTAL আজ বিরহের আঁখর দিয়ে মন লিখেছে কবিতা সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা ভালোবাসা এ অন্তরে অভিমানে কেঁদে মরে ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন-যায় দিন একাকী INSTRUMENTAL তারই আসার প্রহর গুণে দিন এমনি ফুরাবে ও: না পাওয়ারই মন আকাশে স্বপ্নে এঁকে যাবে ভালোবাসা এ অন্তরে অভিমানে কেঁদে মরে ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন, যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি যায় দিন, যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসা এ অন্তরে অভিমানে কেঁদে মরে ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন-যায় দিন একাকী
Writer(s): Kabir Bakul, S I Tutul Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out