Kredity

PERFORMING ARTISTS
A'Gun
A'Gun
Performer
COMPOSITION & LYRICS
Ali Akbar Rupu
Ali Akbar Rupu
Composer
Samsuzzaman Topon
Samsuzzaman Topon
Songwriter

Texty

আমি রোদ্রের মতো চাই ভালোবাসা
ছায়ায় মতো চাই আশ্বাস
আমি রোদ্রের মতো চাই ভালোবাসা
ছায়ায় মতো চাই আশ্বাস
আমি বাতাস হয়ে জড়াতে চাই
আগুনের মতো চাই বিশ্বাস
আমি রোদ্রের মতো চাই ভালোবাসা
ছায়ায় মতো চাই আশ্বাস
আদিবাসী জীবনে সরলরেখায়
তোমাকেই খুব কাছে আমি পেতে চাই
আদিবাসী জীবনে সরলরেখায়
তোমাকেই খুব কাছে আমি পেতে চাই
তাই তো বিষন্নতা তোমার কাছে এসে
আমার ভালোবাসা তোলে প্রশ্বাস
আমি রোদ্রের মতো চাই ভালোবাসা
ছায়ায় মতো চাই আশ্বাস
এলোমেলো স্বপনের ছন্দ দোলায়
আসবেই জানি তুমি এই আঙ্গিনায়
এলোমেলো স্বপনের ছন্দ দোলায়
আসবেই জানি তুমি এই আঙ্গিনায়
তাই তো প্রসন্নতায় তোমার বুকে ফেরা
দুঃখের বালুচরে ফেলি নিঃশ্বাস
আমি রোদ্রের মতো চাই ভালোবাসা
ছায়ায় মতো চাই আশ্বাস
আমি বাতাস হয়ে জড়াতে চায়
আগুনের মতো চাই বিশ্বাস
Written by: Ali Akbar Rupu, Samsuzzaman Topon
instagramSharePathic_arrow_out

Loading...