Kredity

PERFORMING ARTISTS
Khalid Hasan Milu
Khalid Hasan Milu
Performer
COMPOSITION & LYRICS
Pronob Ghosh
Pronob Ghosh
Composer
RR
RR
Songwriter

Texty

বারবার হেরে যাই নিজের কাছে
যখনই তোমাকে চাই ভুলতে
তোমার যে ভালোবাসা জমে আছে হৃদয়ে
তোমার যে ভালোবাসা জমে আছে হৃদয়ে
পারিনি চোখের জলে মুছে ফেলতে
বারবার হেরে যাই নিজের কাছে
যখনই তোমাকে চাই ভুলতে
যখনই তোমাকে চাই ভুলতে
"ভালোবাসি" বলেছিলে, সহজেই ভুলে গেলে
হয়তো ছিল সব প্রহসন
হয়তো এমন করে দুঃখের আগুনে পুড়ে
কেটে যাবে বাকিটা জীবন
তোমার ভালোবাসা যাবে শুধু কাঁদিয়ে
তোমার ভালোবাসা যাবে শুধু কাঁদিয়ে
কখনো পারিনি আমি জানতে
বারবার হেরে যাই নিজের কাছে
যখনই তোমাকে চাই ভুলতে
যখনই তোমাকে চাই ভুলতে
কত আশা দিয়েছিলে, হৃদয়ে রেখেছিলে
দুঃখ দিতেও তুমি ভাবোনি
নষ্ট হৃদয় দিয়ে এ মন বিষিয়ে দিলে
বুকে তবু ঘৃণা জমেনি
আমার ভালোবাসা হয়ে গেছে ফেরারী
আমার ভালোবাসা হয়ে গেছে ফেরারী
পারে না তোমাকে তবু ভুলতে
বারবার হেরে যাই নিজের কাছে
যখনই তোমাকে চাই ভুলতে
তোমার যে ভালোবাসা জমে আছে হৃদয়ে
তোমার যে ভালোবাসা জমে আছে হৃদয়ে
পারিনি চোখের জলে মুছে ফেলতে
বারবার হেরে যাই নিজের কাছে
যখনই তোমাকে চাই ভুলতে
যখনই তোমাকে চাই ভুলতে
Written by: Pronob Ghosh, RR
instagramSharePathic_arrow_out

Loading...