Kredity

Texty

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
ও তোর পার হতে সংশয়?
জয় অজানার জয়
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়
কেন ওই দিকে তোর ভয়?
জয় অজানার জয়
জানাশোনার বাসা বেঁধে কাটল তো দিন হেসে কেঁদে
জানাশোনার বাসা বেঁধে কাটল তো দিন হেসে কেঁদে
এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়
নয় কিছুতেই নয়
জয় অজানার জয়
মরণকে তুই পর করেছিস ভাই
জীবন যে তোর তুচ্ছ হল তাই
মরণকে তুই পর করেছিস ভাই
জীবন যে তোর তুচ্ছ হল তাই
দু'দিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে
দু'দিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে
চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
সেই কি শূন্যময়?
জয় অজানার জয়
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
ও তোর পার হতে সংশয়?
জয় অজানার জয়
Written by: Rabindranath Tegore
instagramSharePathic_arrow_out

Loading...