Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Partho
Performer
Nasim
Performer
Tanim
Performer
COMPOSITION & LYRICS
RR
Songwriter
Texty
ছিঁড়ে যাওয়া অনুভূতি কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে
ছেঁড়া ভালোবাসা কাঁদে বিছানাতে
ভালোলাগা জেগেছে ক্লান্ত চোখে
কল্পনা ছুটে যায় ক্লান্তির কাছে
কামনারা একাকী অপেক্ষাতে
ধুলো পড়া ডায়েরির পাতাগুলো
নেচে উঠে আবেগের স্মৃতিগুলো
অনন্ত রাত্রিতে ঘুমের চোখে কথা বলে
ভালোবাসাগুলো কিছু প্রেমহারা একা এই বুকে
ভেঙে যায় বেদনার ঘুণে ধরা ভাঙা দরজা
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে ভালোলাগা
দূরে থাকা স্মৃতিগুলো কাছে আসে
প্রতি রাতে সন্ধানী আবেগ কাঁদে
অচল এই হৃদয়ের কষ্ট দেখে
অশান্ত আবেগের ঘুম যে চোখে
উড়ে যাওয়া পথহারা পাখি বলে
"কষ্টের রং কেন আঁকা নীলে?"
ছিঁড়ে যাওয়া বোধগুলো কষ্টে ঢাকা
মনে হয় পৃথিবীর নেইকো চাওয়া
অনন্ত রাত্রিতে ঘুমের চোখে কথা বলে
ভালোবাসাগুলো কিছু প্রেমহারা একা এই বুকে
ভেঙে যায় বেদনার ঘুণে ধরা ভাঙা দরজা
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে ভালোলাগা
ছিঁড়ে যাওয়া অনুভূতি কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে
ছেঁড়া ভালোবাসা কাঁদে বিছানাতে
ভালোলাগা জেগেছে ক্লান্ত চোখে
ফেলে আসা সব ছবি জ্বলে ওঠে
জীবনের আবেগী কষ্ট দেখে
ছিঁড়ে যাওয়া সব চিঠি কথা বলে
এই আমি বিবাগী একলা ঘরে
ছেঁড়া ভালোবাসা কাঁদে বিছানাতে
এই আমি বিবাগী একলা ঘরে
ছিঁড়ে যাওয়া সব চিঠি কথা বলে
এই আমি বিবাগী একলা ঘরে
ছেঁড়া ভালোবাসা কাঁদে বিছানাতে
এই আমি বিবাগী একলা ঘরে
ছিঁড়ে যাওয়া সব চিঠি কথা বলে
Written by: RR