album cover
Maya
45 200
Folk
Skladba Maya vyšla 1. ledna 2004 Ektaar Music na albu Maya
album cover
AlbumMaya
Datum vydání1. ledna 2004
ŠtítekEktaar Music
Melodičnost
Akustičnost
Valence
Tanečnost
Energie
BPM181

Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Helal
Helal
Performer
COMPOSITION & LYRICS
Habib
Habib
Composer
Shah Abdul Karim
Shah Abdul Karim
Songwriter

Texty

মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে...
Written by: Habib, Shah Abdul Karim
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...