Kredity

Texty

ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে
মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে
মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
আজকে যে তোর কাজ করা চাই
স্বপ্ন দেখার সময় তো নাই
আজকে যে তোর কাজ করা চাই
স্বপ্ন দেখার সময় তো নাই
এখন ওরা যতই গর্জাবে ভাই
তন্দ্রা ততই ছুটবে
মোদের তন্দ্রা ততই ছুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওরা ভাঙতে যতই চাবে জোরে
গড়বে ততই দ্বিগুণ করে
ভাঙতে যতই চাবে জোরে
গড়বে ততই দ্বিগুণ করে
ওরা যতই রাগে মারবে রে ঘা
ততই যে ঢেউ উঠবে
ওরে ততই যে ঢেউ উঠবে
তোরা ভরসা না ছাড়িস কভু
জেগে আছেন জগৎ-প্রভু
ভরসা না ছাড়িস কভু
জেগে আছেন জগৎ-প্রভু
ওরা ধর্ম যতই দলবে
ততই ধুলায় ধ্বজা লুটবে
ওদের ধুলায় ধ্বজা লুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে
মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে
ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
instagramSharePathic_arrow_out

Loading...