Kredity
Texty
যা ছিল কালো ধলো, তোমার রঙে রঙে রাঙা হল
যা ছিল কালো ধলো
যেমন রাঙাবরন তোমার চরণ
রাঙাবরন তোমার চরণ, তার সনে আর ভেদ না র'ল
যা ছিল কালো ধলো, তোমার রঙে রঙে রাঙা হল
যা ছিল কালো ধলো
রাঙা হল বসন ভূষণ, রাঙা হল শয়ন স্বপন
রাঙা হল বসন ভূষণ, রাঙা হল শয়ন স্বপন
মন হল কেমন দেখ রে, যেমন-
হল কেমন দেখ রে, যেমন রাঙা কমল টলমল
যা ছিল কালো ধলো, তোমার রঙে রঙে রাঙা হল
যা ছিল কালো ধলো
যেমন রাঙাবরন তোমার চরণ
রাঙাবরন তোমার চরণ, তার সনে আর ভেদ না র'ল
যা ছিল কালো ধলো, তোমার রঙে রঙে রাঙা হল
যা ছিল কালো ধলো

