Nejlepší skladby od interpreta Dr. Pranita Pain
Kredity
Texty
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
বহু পূর্বস্মৃতিসম হেরি ওকে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
কার তুলিকা নিল মন্ত্রে জিনি
এই মঞ্জুল রূপের নির্ঝরিণী, স্থির নির্ঝরিণী
যেন ফাল্গুন-উপবনে শুক্লরাতে
দোলপূর্ণিমাতে এল ছন্দমুরতি কার নব-অশোকে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন স্বর্গের মোহিনী-মরীচিকা
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা
কোথা হারাইল চঞ্চলতা
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন স্বর্গের মোহিনী-মরীচিকা
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা
কোথা হারাইল চঞ্চলতা
হে স্তব্ধবাণী, কারে দিবে আনি
নন্দনমন্দারমাল্যখানি, বরমাল্যখানি
প্রিয় বন্দনাগান-জাগানো রাতে
শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে?
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
বহু পূর্বস্মৃতিসম হেরি ওকে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে