Kredity
Texty
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে
কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে
আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে
বারে বারে এই ভুবনের প্রাণের হাটে
আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে
বারে বারে এই ভুবনের প্রাণের হাটে
ব্যাবসা মোর তোমার সাথে
চলবে বেড়ে দিনে রাতে
ব্যাবসা মোর তোমার সাথে
চলবে বেড়ে দিনে রাতে
আপনা নিয়ে করব যতই বেচা কেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
আপনাকে এই জানা আমার ফুরাবে না
আমার ফুরাবে না