Kredity
Texty
আমার প্রাণে গভীর গোপন
মহা-আপন সে কি
অন্ধকারে হঠাৎ তারে দেখি
মহা-আপন সে কি
আমার প্রাণে গভীর গোপন
মহা-আপন সে কি
যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে
যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে
কার সে নয়ন-'পরে নয়ন যায় গো ঠেকি
মহা-আপন সে কি
আমার প্রাণে গভীর গোপন
মহা-আপন সে কি
যখন আসে পরম লগন
তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে
তখন গগন-মাঝে
যখন আসে পরম লগন
তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে
তখন গগন-মাঝে
বিদ্যুত-উদ্ভাসে
বেদনারই দূত আসে
বিদ্যুত-উদ্ভাসে
বেদনারই দূত আসে
আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি
মহা-আপন সে কি
আমার প্রাণে গভীর গোপন
মহা-আপন সে কি
অন্ধকারে হঠাৎ তারে দেখি
মহা-আপন সে কি
আমার প্রাণে গভীর গোপন
মহা-আপন সে কি