Texty
রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি
রুদ্রবেশে কেমন খেলা
সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি
রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি
রুদ্রবেশে কেমন খেলা
সুন্দর হে, তোমায় চেয়ে ফুল ছিল সব শাখা ছেয়ে
সুন্দর হে, তোমায় চেয়ে ফুল ছিল সব শাখা ছেয়ে
ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি
রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি
রুদ্রবেশে কেমন খেলা
মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী
ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী
মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী
ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী
যদি তোমার কঠিন ঘায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে
কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি
রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি
রুদ্রবেশে কেমন খেলা
সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি
রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি
রুদ্রবেশে কেমন খেলা