Kredity
Texty
ও তো আর ফিরবে না রে
ফিরবে না আর, ফিরবে না রে
ও তো আর ফিরবে না রে
ফিরবে না আর, ফিরবে না রে
ঝড়ের মুখে ভাসল তরী
কূলে ভিড়বে না, ভিড়বে না, ভিড়বে না রে
ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে
ও তো আর ফিরবে না রে
ফিরবে না আর, ফিরবে না রে
কোন পাগলে নিল ডেকে
কাঁদন গেল পিছে রেখে
কোন পাগলে নিল ডেকে
কাঁদন গেল পিছে রেখে
ও কে তোর বাহুর বাঁধন ঘিরবে না
ঘিরবে না, ঘিরবে না রে
ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে
ও তো আর ফিরবে না রে
ফিরবে না আর, ফিরবে না রে
ঝড়ের মুখে ভাসল তরী
কূলে ভিড়বে না, ভিড়বে না, ভিড়বে না রে
ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে
ও তো আর ফিরবে না রে
ফিরবে না আর, ফিরবে না রে