Kredity
PERFORMING ARTISTS
Srabani Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Texty
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধর হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মার, মার টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
শৃঙ্খলে বারবার, ঝনঝন ঝংকার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার, ঝনঝন ঝংকার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই ও
হাঁই মার, মার টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
গণি গণি দিন খন, চঞ্চল করি মন
বোলো না, যাই কি নাহি যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
গণি গণি দিন খন, চঞ্চল করি মন
বোলো না, যাই কি নাহি যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিও তাল
জয়-জয় জয়গান গাইয়ো
হাঁই মার, মার টান হাঁইয়ো হাঁইয়ো, হাঁইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধর হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মার, মার টান হাঁইয়ো, হাঁইয়ো, হাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খর বায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
Written by: . Ken, . Ohtake, Rabindranath Tagore