Kredity
PERFORMING ARTISTS
Pijushkanti Sarkar
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Texty
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল হয়ে গেল সারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল হয়ে গেল সারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই
আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা
ঝরোঝরো বারিধারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে
জনমের মতো হায় হয়ে গেল হারা
হয়ে গেল হারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল হয়ে গেল সারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
Written by: Rabindranath Tagore