Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Momtaz
Momtaz
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Kishlu
Ahmed Kishlu
Composer
Delowar Arjuda Sharaf
Delowar Arjuda Sharaf
Songwriter

Texty

দিনে যেমন চাঁদ ওঠেনা জ্বলে না তারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া দিনে যেমন চাঁদ ওঠেনা জ্বলে না তারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া ভালবাসবো বাসবো বাসবো তোরে রাইখা পরানে আমি আসবো আসবো রে ছুটে তোরই কারণে দিনে যেমন চাঁদ ওঠেনা জ্বলে না তারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া ভালবাসবো বাসবো বাসবো তোরে রাইখা পরানে ও আমি আসবো আসবো রে ছুটে তোরই কারণে ভালবাসলে মনের ভেতর থাকতে হয়না ডর রাখবো তোরে বুকের মাঝে আসুক যতই ঝড় ভালবাসলে মনের ভেতর থাকতে হয়না ডর রাখবো তোরে বুকের মাঝে আসুক যতই ঝড় তোর আর আমার জীবন নদীর একই ধারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া ভালবাসবো বাসবো বাসবো তোরে রাইখা পরানে ও আমি আসবো আসবো রে ছুটে তোরই কারণে তোরে দেখলে একটা নজর মনে পাইরে সুখ তোরে ছাড়া কেন্দে নয়ন জলে ভাসায় বুক তোরে দেখলে একটা নজর মনে পাইরে সুখ তোরে ছাড়া কেন্দে নয়ন জলে ভাসায় বুক আমি নই সেই দলের একা বেঁচে থাকে যারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া ভালবাসবো বাসবো বাসবো তোরে রাইখা পরানে আমি আসবো আসবো রে ছুটে তোরই কারণে দিনে যেমন চাঁদ ওঠেনা জ্বলে না তারা খোদার কসম বাঁচবো না রে তুই বন্ধু ছাড়া ভালবাসবো বাসবো বাসবো তোরে রাইখা পরানে ও আমি আসবো আসবো রে ছুটে তোরই কারণে
Writer(s): Ahmed Kishlu, Delowar Arjuda Sharaf Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out