Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Chhabi Banerjee
Chhabi Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Lalan Fakir
Lalan Fakir
Songwriter

Texty

সেই কালাচাঁদ নদেয় এসেছে
সে না বাজিয়ে বাঁশি ফিরতো সদাই
ব্রজাঙ্গনার কুলনাশে
সেই কালাচাঁদ নদেয় এসেছে
বাজিয়ে বাঁশি ফিরতো সদাই
ব্রজাঙ্গনার কুলনাশে
কালাচাঁদ ব্রজে এসেছে
যদি মজবি কালার পিরিতি
আগে জান গে উহার কেমন রীতি
মজবি ও কালার পিরিতি
জান গে উহার কেমন রীতি
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে বুঝিয়েছে
কালাচাঁদ নদেয় এসেছে
যদি রাজ্যপদ উপাধি কেউ দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়
রাধা বলে বাজিয়ে বাঁশি
তারে কতো কাঁদিয়েছে এখন
তারে কতো কাঁদিয়েছে
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে
সেই কালাচাঁদ নদেয় এসেছে
বাজিয়ে বাঁশি ফিরতো সদাই
ব্রজাঙ্গনার কুলনাশে
কালাচাঁদ নদেয় এসেছে
Written by: Buddhadev Roy, Lalan Fakir
instagramSharePathic_arrow_out

Loading...