Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Parimal Bhattacharya
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Songwriter
Texty
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
অনুরাগের সোনার রঙে
হৃদয়-গগন রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি
বিজন ঝিলের নীল জলে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি
বিজন ঝিলের নীল জলে
পূর্ণ শশী তুমি আসি'
পূর্ণ শশী তুমি আসি'
আমার সে ঘুম ভাঙালে
আমার সে ঘুম ভাঙালে
আমার সে ঘুম ভাঙালে, ভাঙালে, ভাঙালে
আমার সে ঘুম ভাঙালে, ভাঙালে, ভাঙালে
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
অনুরাগের সোনার রঙে
হৃদয়-গগন রাঙালে
হে মায়াবী, তোমার ছোঁয়ায়
সুন্দর আজ আমার তনু
ওগো, তোমার মায়া রচিল মোর
তোমার মায়া রচিল মোর
বাদল মেঘে ইন্দ্র ধনু
তোমার টানে, হে দরদি
দোল খেয়ে যায় কাঁদন-নদী
তোমার টানে, হে দরদি
দরদি, দরদি, দরদি
তোমার টানে, হে দরদি
দোল খেয়ে যায় কাঁদন-নদী
কূল হারা মোর ভালোবাসা
কূল হারা মোর ভালোবাসা
আজকে কূলে লাগালে
আজকে কূলে-
আজকে কূলে লাগালে
আজকে কূলে লাগালে, লাগালে, লাগালে
আজকে কূলে লাগালে
আজকে কূলে লাগালে, লাগালে, লাগালে
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
অনুরাগের সোনার রঙে
হৃদয়-গগন রাঙালে
হৃদয়-গগন রাঙালে
হৃদয়-গগন রাঙালে, রাঙালে
হৃদয়-গগন রাঙালে
হৃদয়-গগন রাঙালে, রাঙালে, রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে-
Written by: Kazi Nazrul Islam