Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Minar Rahman
Performer
COMPOSITION & LYRICS
Minar Rahman
Songwriter
Sajid Sarkar
Composer
Texty
কখনো দু'চোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে
ঘুম হয়ে, পিছু টান হয়ে
শুধু তুমিই তো ছিলে
পথের প্রান্তে গাওয়া গান গুলো আর
পুরোনো খাতায় লেখা লাইন গুলো
নীল হয়ে, অমলিন হয়ে
শুধু তোমাকেই খোঁজে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে
যদি কখনো আবার হয় দেখা
যদি পথ দুটো না হয় একা
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমারই ইশারায়
জানা অজানার মাঝে ভুল হয়ে
কোনও উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে
সুর হয়ে, কবিতা হয়ে
শুধু তোমাকেই খুঁজি
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজও আছি তোমারই হয়ে
Written by: Minar Rahman, Sajid Sarkar


