Kredity
PERFORMING ARTISTS
Rupankar
Performer
COMPOSITION & LYRICS
Rupankar
Composer
Kingshuk Chattopadhyay
Lyrics
Texty
যদি মন মেঘলা দিনে ওড়ায় নিজের মনপাখিকে
যদি মন একলা দিনে পোড়ায় আকাশ আগুন লিখে
যদি মন বৃন্দাবনে চড়ায় গরু, বাজায় বাঁশি
যদি মন উল্টোডাঙায় রুমালচাপা মুচকি হাসি
আমি কী করবো উপায়, যদি মন নাই থাকে হায় মনের ঘরে
তুমি কী করবে উপায়, যদি মন আস্কারা চায়
যখন তখন মাথায় চড়ে হাত পা ছোঁড়ে
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
যদি মন মেট্রোরেলে shuttle প্রেমে রাসবিহারী
যদি মন চাঁদের মাঠে হয় সেয়ানা বংশীধারী
যদি মন কলেজ গেটে ভরদুপুরে হলদে শাড়ি
যদি মন matte finish-এ Lakmé ঠোঁটে বঙ্গনারী
আমি কী করবো উপায়, যদি মন নাই থাকে হায় মনের ঘরে
তুমি কী করবে উপায়, যদি মন আস্কারা চায়
যখন তখন মাথায় চড়ে হাত পা ছোঁড়ে
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
যদি মন গড়িয়াহাটে চৈত্র sale-এ ফ্রকের ঝোলে
যদি মন Monginis-এ chicken pizza রোজ বিকেলে
যদি মন বৃন্দাবনে চড়ায় গরু, বাজায় বাঁশি
যদি মন উল্টোডাঙায় রুমালচাপা মুচকি হাসি
আমি কী করবো উপায়, যদি মন নাই থাকে হায় মনের ঘরে
তুমি কী করবে উপায়, যদি মন আস্কারা চায়
যখন তখন মাথায় চড়ে হাত পা ছোঁড়ে
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল
হরিবোল
Written by: Kingshuk Chattopadhyay, Rupankar