Kredity
PERFORMING ARTISTS
Abhirup Guhathakurata
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
Bhavna Records & Cassettes
Producer
Gopa Roy
Producer
Texty
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে, হে তৃষ্ণারজল
এসো এসো কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে
ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল
কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে
এসো এসো উৎসস্রোতে
গূঢ় অন্ধকার হতে
এসো হে
এসো হে নির্মল কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে
রবিকর রহে তব প্রতীক্ষায়
তুমি যে খেলার সাথি, তুমি যে
সে তোমারে চায়, রহে প্রতীক্ষায়
তাহারি সোনার তান তোমাতে জাগায় গান
এসো হে
এসো হে উজ্জ্বল, কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে
হাঁকিছে অশান্ত বায়
"আয়, আয়, আয়"
সে তোমায় খুঁজে যায়
"আয়, আয়, আয়"
তাহার মৃদঙ্গরবে করতালি দিতে হবে
এসো হে
এসো হে চঞ্চল, কলকল ছলছল
এসো এসো হে
মরুদৈত্য কোন মায়াবলে
মরুদৈত্য কোন মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে
ভেঙে ফেলে দিয়ে কারা এসো
ভেঙে ফেলে দিয়ে কারা এসো বন্ধহীন ধারা
এসো হে
এসো হে প্রবল, কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে, হে তৃষ্ণার জল
এসো এসো কলকল ছলছল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে তৃষ্ণার জল
এসো এসো হে
Written by: Rabindranath Tagore