Kredity
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Texty
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
কোন হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরে
তোর ঘরের আগল যায় টুটে
কোন হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরে
তোর ঘরের আগল যায় টুটে
ওরে, সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে
তোর দুয়ার ভাঙার সেই ফাঁকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
কোন হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরে
তোর ঘরের আগল যায় টুটে
কোন হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরে
তোর ঘরের আগল যায় টুটে
ওরে, সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে
তোর দুয়ার ভাঙার সেই ফাঁকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
নানান গোলে তুফান তোলে চার দিকে
তুই বুঝিস নে মন, ফিরবি কখন কার দিকে
তোর আপন বুকের মাঝখানে
নানান গোলে তুফান তোলে চার দিকে
তুই বুঝিস নে মন, ফিরবি কখন কার দিকে
তোর আপন বুকের মাঝখানে
কী যে বাজায় আপন বুকের মাঝখানে
কী যে বাজায় কে জানে
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে
তোর আপন বুকের সেই ডাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
নানান গোলে তুফান তোলে চার দিকে
তুই বুঝিস নে মন, ফিরবি কখন কার দিকে
তোর আপন বুকের মাঝখানে
নানান গোলে তুফান তোলে চার দিকে
তুই বুঝিস নে মন, ফিরবি কখন কার দিকে
তোর আপন বুকের মাঝখানে
কী যে বাজায় আপন বুকের মাঝখানে
কী যে বাজায় কে জানে
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে
তোর আপন বুকের সেই ডাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয় আয় রে পাগল
আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
Written by: Rabindranath Tagore