Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Raghab Chatterjee
Raghab Chatterjee
Actor
COMPOSITION & LYRICS
Asim Kumar Bhattacharya
Asim Kumar Bhattacharya
Composer
Krishnadeep Kar
Krishnadeep Kar
Lyrics

Texty

আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
আঁখি বেয়ে নামে শ্রাবণ
আঁখি বেয়ে নামে শ্রাবণ
তৃষ্ণা ভরা এই জীবন
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
সময়ের পরিহাস, মন বলে, "কোথা যাস?
ভালোবেসে কেন আজ শুধু কেঁদে যাস?"
সময়ের পরিহাস, মন বলে, "কোথা যাস?
ভালোবেসে কেন আজ শুধু কেঁদে যাস?"
হয়ে সংযত, হয়ে উদ্যত
হয়ে সংযত, হয়ে উদ্যত
আমি ফিরি জীবনের স্রোতে
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
কত স্মৃতি ঝরে পড়ে নিভিত স্বপনে
কত স্মৃতি ঝরে পড়ে নিভিত স্বপনে
নীরবতায় সে যেন আজও কথা বলে
কত স্মৃতি ঝরে পড়ে নিভিত স্বপনে
নীরবতায় সে যেন আজও কথা বলে
রং-রূপ বাহার দেখে চোখ ভরে, মন ভরে না
জোছনার স্নানে ধরণী হাসে, সে আসে না
রং-রূপ বাহার দেখে চোখ ভরে, মন ভরে না
জোছনার স্নানে ধরণী হাসে, সে আসে না
মরমে আছে সে, করমে আছে সে
মরমে আছে সে, করমে আছে সে
তন্দ্রাহারা রাত সেই
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
আঁখি বেয়ে নামে শ্রাবণ
আঁখি বেয়ে নামে শ্রাবণ
তৃষ্ণা ভরা এই জীবন
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
আবার তো হৃদয় গেল ভেঙে
আবার তো সময় গেল থেমে
Written by: Asim Kumar Bhattacharya, Krishnadeep Kar
instagramSharePathic_arrow_out

Loading...