Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Agnibha Bandyopadhyay
Agnibha Bandyopadhyay
Lead Vocals
Amal
Amal
Performer
Sreenanda Mukhopadhyay
Sreenanda Mukhopadhyay
Performer
Indira Bannerjee
Indira Bannerjee
Performer
Nidhi
Nidhi
Performer
Karuna
Karuna
Lead Vocals
Swapan Saha
Swapan Saha
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
Producer
Gopa Roy
Gopa Roy
Producer

Texty

মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই-
তারা যে করে হেলা
মারে ঢেলা ভিক্ষাঝুলি দেখতে পেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে
তবু কি এমনি করে ফিরব ওরে
আপন মায়ের প্রসাদ ফেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
কিছু মোর নেই ক্ষমতা
সে যে ঘোর মিথ্যে কথা
এখনো হয় নি মরণ শক্তিশেলে
কিছু মোর নেই ক্ষমতা
সে যে ঘোর মিথ্যে কথা
এখনো হয় নি মরণ শক্তিশেলে
আমাদের আপন শক্তি আপন ভক্তি
চরণে তোর দেব মেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
নেব গো মেগে-পেতে
যা আছে তোর ঘরেতে
দে গো তোর আঁচল পেতে চিরকেলে
নেব গো মেগে-পেতে
যা আছে তোর ঘরেতে
দে গো তোর আঁচল পেতে চিরকেলে
আমাদের সেইখেনে মান, সেইখেনে প্রাণ
সেইখেনে দিই হৃদয় ঢেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...