Kredity

PERFORMING ARTISTS
Swarnalata
Swarnalata
Performer
Prabhakar
Prabhakar
Performer
COMPOSITION & LYRICS
S.P. Venkatesh
S.P. Venkatesh
Composer
Gautam Susmit
Gautam Susmit
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF MUSIC
SVF MUSIC
Producer

Texty

পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
যাবো যাবো যেথায় রাখাল
নিরালায় আমারে চাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
থাক না বাধা
 পেরিয়ে যাব আমি
থাক না বাধা
 পেরিয়ে যাব আমি
তোমারি কাছেতে
 সে কথা জানাতে
তোমারি কাছেতে
 সে সে কথা জানাতে
যেটা শুধু
 গুঞ্জনে দিন কেটে যায়
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
 অভিসারে ডাক দিয়ে যায়
যুগে যুগে কতো রূপে আমি
যুগে যুগে কতো রূপে আমি
তোমারি ডাকেতে ছুটে যে গেছে
তোমারি ডাকেতে ছুটে যে গেছি
আজব আলোক মুখে গল্প শোনাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
যাবো যাবো যেথায় রাখাল
নিরালায় আমারে চাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
Written by: Gautam Susmit, S.P. Venkatesh
instagramSharePathic_arrow_out

Loading...